ড্যাফোডিল
১০ মে ২০২৩ ১৪:১৫
ঘরে বাইরে সবুজে ভরা
নানা ধরনের গাছ পালা,
শীতের দেশ বরফে ঢাকা
ইচ্ছে করলেই যখন তখন
যায় না করা কিছুই রোপণ।
তারপরও ঘরের জানালার পাশে
নানা রংঙের ফুলের গাছ।
যা কিছু ফেলি মোরা গার্বেজে,
ফিরে আসে ঘরে শেষে জৈব সার হয়ে।
মাটি এবং সিরামিক দিয়ে
তৈরি করা ফুলের টব,
কেনাকাটা করতে গেলে
বোঝা যায় তার কত দাম।
গরমের সময় এলে পরে
ব্যস্ত সবাই বাগান নিয়ে।
কি লাগাবে কি বুনিবে
এটাই সবার মুখে রব।
ফাগুন মাসে রাস্তা ঘাটে
দেখা মেলে বুনো ফুলের,
সূর্যের আলো পড়ে যখন
সোনালী এক ঝলক তখন,
পড়ে ফুলের গায়ে।
পথে ঘাটে হাটতে গেলে
পড়বে চোখে হলুদ ফুল,
বাতাস এলে দুলবে তখন
না দেখিলে করবে ভুল।
কোপেনহেগেনে হাটতে পথে
থেমে গেল বন্ধু আমার,
টেলিফোনটি দিয়ে বন্ধু
তুলছে ছবি অনর্গল।
দেখে তারে মনে হলো
অনেক কিছু জানতে চায়!
প্রশ্ন সেদিন করেছিল
এ আবার কোন ফুল?
ফুলের সৌন্দর্য়ে মন আনন্দ
হৃদয়ে সে করছে ফিল,
হলুদ বরণ সেই ফুলটির
নাম হচ্ছে ড্যাফোডিল।
সারাবাংলা/এসবিডিই
কবিতা ড্যাফোডিল রহমান মৃধা রহমান মৃধা'র কবিতা 'ড্যাফোডিল' সাহিত্য