অ্যানড্রোয়েডে বন্দি শৈশব
দেবাশীষ রায়
২৮ জুন ২০২৩ ১২:৩৪
২৮ জুন ২০২৩ ১২:৩৪
এখনকার শিশু দেখে না আলো আধারির সন্ধ্যা
চকচকে আলোয় বন্ধ্যা হয়েছে সন্ধ্যা
হারিয়েছে ঝিঝি পোকা, জোনাকের আলো
মাঠের কাদা লাগে না শৈশবের পায়ে
লাগে না বৃষ্টির জল শরীর অথবা গায়ে
কানামাছি, ডুব সাঁতার কিংবা মোরগ লড়াই
এখন নিরুদ্দেশে
এই শৈশব হারিয়েছে ঝড়ের দিনে আম কুড়োনো
কিংবা প্রভাত ফেরির ফুল চুরির ফন্দি
শৈশব এখন অ্যানড্রোয়েডে বন্দি।
সারাবাংলা/এসবিডিই