প্রিয় বিষণ্ণতা অথবা উদাসী কোলাহল…
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২০
নগরের উষ্ণতা প্রতিধ্বনিত হয়
ভালবাসাহীন শীতল হৃদয়ের কপট দেয়ালে
বাস্তুসাপ খেয়ে গেছে পেটপুরে
ক্ষণিকের জং ধরা কবিতা
ম্যানহোলের ঢাকনির মত
জীবনের সব উদ্ধৃত আবরণ উধাও
লজ্জাও ঢাকা পড়েনা নাগরিক দ্রৌপদি পোষাকে…
এই ঘুম ভাঙ্গবেনা, যতই বেহালার বিষাদ কাব্যে
উদাস উদাস ডেকে যাও
সময়ের ভরা পুকুরে ছুড়ে দেবোই
স্মৃতির কোলাহলে যতদুর শুণ্যতা শুধাও।।
সারাবাংলা/এসবিডিই
কবিতা দেবার্নব রায় প্রিয় বিষণ্ণতা অথবা উদাসী কোলাহল... সাহিত্য