Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ্রতীপ প্রেম

হাবীব ইমন
২০ অক্টোবর ২০২৩ ১৬:৫৪

স্বপ্ন থেকে উঠে আসা এক- একটি সকরুণ
কবিতার ধ্বনি, থমকে যাচ্ছে সে নিবিঢ়তা
আমাকে ধীরে ধীরে ঘিরে ফেলছে, যেন
পূর্ব্বাশা রাত— চাঁদবদন রাত; প্রশ্ন হলো
তোমার আমি কে?— রোজ রাতে, অলীক
জানালার আড়ালে ডেকে ওঠে অচিন পাখি—
কে তুমি?

শাদা রঙ তোমার প্রিয়, নিসঙ্গ বাতি
ধামসা ও মাদলে যৌথস্বরে নেচে উঠে
আমাকে বিদ্রুপ করে: ‘হে বোকা বালক’
খসে পড়া কয়েকটি পালক, কী সহজ তার পরিণতি
—অন্তত একটি স্যাঁতস্যাঁতে দিনের কী আকুতি!

বিজ্ঞাপন

ঊর্ধ্বচারী ঈগলের মতো আমাকে দেখছো,
আর করুণা জাগিয়ে রেখে
উৎসাহিত করে যাচ্ছো, অযোগ্য জেনেও আমাকে
উৎসাহিত করেছো নিশ্চুপ।

দুইজনের দুইদিক— একজন বুনোজঙ্গলে, অন্যজন শ্বেতপাথরে
—জীবন মেলে না—গরমিল প্রেম, বড্ডো গোঁজামিল প্রেম
আঁশটে পোড়া গন্ধ তখন আমার শরীর জুড়ে…
অনলে কেন এত সাধ? কী সহজ দহন পরিণতি!

কড়া ও রোমাঞ্চহীন শুকনো কাঠের মতো
এ দেহ পোড়ায়, ও দেহ নিজেও খানিক জ্বলে।

অবুঝ দিয়াশলাই, স্বপ্ন বাঁচাতে তুমি ঘুমিয়ে পড়ো।

সারাবাংলা/এজেডএস

বিপ্রতীপ প্রেম হাবীব ইমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর