সুবর্ন অহংকার
কামরুন নাহার সিদ্দিকী
৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩
৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩
থোকা থোকা কষ্টেরা ঝরে পড়েছে
পর্ণমোচী বৃক্ষের মতো
অতঃপর নব কিশলয়ে শোভিত উদ্যান
পিতার জন্যে কোটি সন্তানের বেদনা হাহাকার
ক্রমান্বয়ে রূপান্তর বলিষ্ঠ কন্ঠস্বরে।
তিনি শিখিয়েছেন বাধাহীন উড়বার কৌশল,
মন্ত্রণা দিয়েছেন উজান স্রোতে ভাসার,
নিশ্চিত হয়েছে রুপালী ব-দ্বীপে চাষের অধিকার।
ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে
কখনও হলুদে কখনও সবুজে বিস্তীর্ণ আবাদ,
বিমূর্ত চিত্রের সোনালী জমিন
জায়নামাজের মতো পূণ্য এ ভূমি
আশৈশব তার সোনামাখা ধুলো সন্তানের আপাদমস্তক
কালো যমুনা পদ্মা ধলেশ্বরী তেষ্টা জুড়ায়
স্বাধীনতার আকণ্ঠ সুধা পান করে আমার প্রজন্ম।
সারাবাংলা/এসবিডিই