Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের দিনে খেল

সালাম ফারুক
৬ জানুয়ারি ২০২৪ ২০:২৩

দোহাই লাগে আমার মার্কায় দিও একটা ভোট,
জিতলে এবার গরিব লোকের গায় পরাব কোট।
কথা দিলাম দুখের সময় থাকব সবার পাশ,
আগের মতো করব নাকো কারও সর্বনাশ।

কথা দিলাম ভোটের পরে বদলাবো না আর,
আগের মতো কেউ খাবে না অকারণে মার।
ভাতার কার্ডে থাকবে না আর দু নম্বরি কাম,
কাজের শেষে সবাই পাবে ঘামের পুরো দাম।

ঠকাব না আর কোনো দিন এই ধরেছি কান,
আরেকটিবার এই অধমে ভোটটা করেন দান।
না দিলেও সমস্যা নাই, দিলাম না আর তেল,
ভোটের দিনে দেখাই দেবো আমার আসল খেল।

সারাবাংলা/এসবিডিই

কবিতা ভোটের দিনে খেল সালাম ফারুক সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর