Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতার তর্জনী

অলোক আচার্য
৭ মার্চ ২০২৪ ১৪:৩৬

উত্তাল সমুদ্র দেখিনি বলে
আমার কোনও আফসোস নেই
সাগরের ফেনিল জলে পা ডুবাইনি বলে
আফসোস হয় না
আমি তো দেখেছি
রেসকোর্সের উত্তাল জনসমুদ্র
আমি দেখেছি
জাতির পিতার তর্জনী।
আমি শুনেছি হিমালয় থেকে আসা সিংহের গর্জন।
সেদিন থেকে আমি স্বাধীনতার স্বপ্ন দেখি
সেদিন থেকে আমি বাঁচার স্বপ্ন দেখি
সেদিন থেকে আমি বাংলাদেশের স্বপ্ন দেখি।

সারাবাংলা/এসবিডিই

অলোক আচার্য কবিতা পিতার তর্জনী