Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের প্রবাহ


৮ এপ্রিল ২০২৪ ১৮:৪০

কালের কথারা সব জীবন্ত বেরিয়ে পড়ে কালের সীমায়
রঙিন চশমা রোদ ছুঁয়ে যায় অতলান্ত প্রহর ঝিমায়
ক্ষয়রোগ কুড়ে কুড়ে খায় মানব শরীর ভিতর-বাহির
অচেনা বাস্তব কাঁদে আলোময় ছলনার গহীন আবির
দৈনন্দিন সভ্যতার রাজকীয় চাকচিক্য শবদেহ জুড়ে
কঙ্কাল শরীর ঝরা মজ্জারস চেটে খায় গোরস্থান খুঁড়ে
ক্ষণে ক্ষণে বদলায় মুখ, মুখ- মুখশের আড়ালে আড়ালে
ব্যবধান কালে কালে গড়েছে কেবল নীতি হীন আবডালে
অঙ্কিত সীমানা জুড়ে ইতিহাস এঁকে গেছে সীমান্ত প্রাচীর
দলে দলে যুদ্ধ যুদ্ধ খেলা রক্তগঙ্গা কথা ভয়ার্ত সূচীর
কবন্ধ সময় জুড়ে শুধু বয়ে যায় স্রোত কালান্ধ অতীত
বইতে বইতে নদী চরা জাগা বুকে লেখে নতুন সঙ্গীত
সৃষ্টির কবরী খুলে রচে গান ঝিলমিল রাগ অনুরাগে
কত কথা বয়ে যায় স্মৃতিময় স্মরণিকা ওই ভাগে ভাগে
বটবৃক্ষের মতই ঝুড়ি নামে থরে থরে বয়সের ভাঁজে
কথাহীন চুপকথা ঘুমহীন আঁধারের ব্যথাতুর সাজে
সময় গড়িয়ে চলে সেতুময় অতীতের পথ হেঁটে হেঁটে
কালের কথারা জাগে পুরনো পুঁথিতে লেখা শব্দ ঘেঁটে ঘেঁটে
সেকাল একাল কথা বার বার ঘুরে ফিরে বাতাসে বাতাসে
আলো আঁধারের বুক চিরে নতুন কথারা জাগে নব আশে
ঘুমহীন রাত যত বিরহ কাটিয়ে ওঠে নতুন আলাপে
অরুণ আলোর স্বপ্ন মেখে জাগছে প্ৰভাত ভৈরবী কলাপে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসবিডিই