এইসব দিনরাত্রি
৮ এপ্রিল ২০২৪ ১৯:১১
রোদের হাসি হয়ে
কখন কখন জ্বলে ওঠে কবিতারা
আমার শহর জুড়ে হিম বাতাস
আর ঘন কুয়াশারা ঘুমায়,
প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচলে
আমি ভেসে বেড়াই সপ্তক সুরে।
এই সুর আমাকে বাঁচায় আবার
কেমন করে যেন নির্মোহ করে ফেলে।
কবিতা আর গানের ছন্দে কি ভালবাসা থাকে?
নাকি অন্যকোথাও বা অন্য কোন রাজ্যে তার আবাস।
সবকিছুতেই আমি ওদের খুঁজি
সুর আর ছন্দ সাথে কবিতারা
নয় কিন্তু মন্দ….
যাবার সময় হলো
পড়ন্ত বিকেল হলো,
আকাশে রক্তিম আভা
ছড়াচ্ছে প্রায় অস্তমিত সূর্যটা।
পাখিদের ঘরে ফেরার তাড়া।
সন্ধ্যে হলে তারা বোঝে
তারাও আর নিরাপদ নয়
এই ধরিত্রীতে।
কাল আবার ভোর হবে
মুচকি হেসে আবার উদয়
হবে সূর্যটা, আবার
যাপিত জীবন, যাপিত সংসার।
সারাবাংলা/এসবিডিই