তিনটি কবিতা
১০ এপ্রিল ২০২৪ ১৭:১৪
নদী
নদীর মতো জীবন
গাছের মধ্যে বাসা
বহুদূরে ফ্লাটবাড়ি আর মিথ্যে ভালবাসা।
অপেক্ষা
দরজার ওপারে অন্ধকার,
ফিরতি পথে এত ক্লান্তি কেন?
এক জীবন চাতকের মতো চেয়ে আছে একটি সংসারী হাতপাখা।
শিল্পী
শিল্পী কি শুধুই ছবি আঁকে
সেও তো শিল্পী অহরহ যে মিথ্যে জীবন লেখে
এ মিথ্যের দায় যে নেবে
সেই হবে আমাদের আগামীর উত্তরসূরী…
সারাবাংলা/এসবিডিই