Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছড়া


১০ এপ্রিল ২০২৪ ১৮:৪৯

প্রতি ঈদেই বাজেট থাকে কম আর বেশি এই তো
কত্ত রকম সাধ আছে তার সাধ্য তেমন নেই তো।
বউয়ের খুবই মনটা খারাপ বাজেট দেখে অল্প
প্রতিবেশি ভাবীর সাথে করছে কত গল্প।

অনলাইনে জামাকাপড় হচ্ছে বিকিকিনি
ঘরনীরা পাক্কা খুবই আমি কি আর চিনি?
গ্রেট অফারে অর্ডার দিলাম থ্রীপীচ ও শাড়ি
আহ! কী মজা বিক্রেতারাই পৌঁছে দিলো বাড়ি।

মার্কেটে যে ভিড়রে বাবা চান্স পাওয়াটাই দায়
কেউ যদি দেয় ডাইনে গুঁতা কেউবা দিবে বাঁয়।
গাউছিয়া বা মৌচাকে যাই নিউমার্কেটে ছুটি
দরদামের এই তারতম্যে প্রাণের লুটোপুটি।

স্বল্প বাজেট দরদামে তাই হিসেব করে চলা
ঈদের সময় দোকানিদের দারুণ ছলাকলা।
হাজার টাকার পণ্য তারা লক্ষ টাকা হাঁকায়
কত্ত রকম ফন্দি ফিকির করছে মানুষ ঢাকায়।

টাস্কি খেলাম অনলাইনের কাপড়গুলো দেখে
গিন্নি রেগে আগুন তখন বলল আমায় ডেকে-
কি সব কেনো অনলাইনে বুঝিনে ছাই ভস্ম
অলস তুমি ঘরে বসেই পাড়োগা ডিম অশ্ব।

এসব তুমি নিজেই পরো লাগবে না আর কেনা
দশ বছরে ঢের হয়েছে তোমায় আমার চেনা।
মুরোদ তো নাই বিয়ে করে করলে জীবন নষ্ট
তোমার থেকে মুক্তি নিলাম শুনে রাখো পষ্ট।

সারাবাংলা/এসবিডিই

ইমরান পরশ ঈদুল ফিতর ২০২৪ ঈদের ছড়া ছড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর