ডিসকোর্স
১১ এপ্রিল ২০২৪ ১৩:১৩
এতো বড় অন্ধকার! পাশ ফিরে দেখে না কেউ, কানাগলিতে হাঁটতে জীবন পার, শেষ মাথায় দু’হাতে বিগত জীবনের নষ্ট জুতোজোড়া।
পাথর দেখলে ভয় হয় মানুষের নরম হৃদয় তার চেয়ে বেশি কঠিন, বিবিধ সমস্যাকে তিনবার কবুল, বারবার একই ভুল।
দেওয়া-নেয়ার যোগফল শূন্য, মানুষ জানে তার সবকিছু শূন্যতাকে ঘিরে, শ্বাস-প্রশ্বাস– বেঁচে থাকার মূল মন্ত্র, সবই শূন্য।
চোখে ঘুম এলেই আত্মগোপন, শূন্যতার সাথে কথোপকথন, গভীর নিদ্রা হেঁটে যায়, হেঁটে যায় স্বপ্নযাত্রা, মানুষতো বেঁচে আছে ক্রিয়াপদে নাউনের পূজা করে প্রোনাউন হয়ে।
আসলে মানুষ গল্পের তৈরি ভূত! ডিসকোর্স ডিসকোর্স জীবনভর অদ্ভুত অদ্ভুত।
সারাবাংলা/এসবিডিই