বিষাদের ঈদ
১১ এপ্রিল ২০২৪ ১৯:০৫
মৃত্যু যখন ফাঁদ পেতেছে
কিসের খেলা, কিসের খাওয়া
রক্ত রঙে ফুসছে ধুলো
হাসছে যে বাসন্তী হাওয়া।
মায়ের আদর, বাবার স্নেহ
বোঝার আগেই কার থাবা
ছিন্নভিন্ন সোনার দেহ
বিশ্ব বলে মারহাবা।
আসমানী গান, ঘুমপাড়ানি
শুনতে ব্যাকুল যাদুর প্রাণ
দোলনা দোলা দুলদুলানি
নিথর কোলে মায়ের জান।
চারিপাশে বোমার শব্দ
হট্টগোলের নেই সময়!
ছোট্ট খোকা হাসছে দেখ
ঈদকে করে বিষাদময়।
সারাবাংলা/এসবিডিই