Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাদুর শহর


১৩ এপ্রিল ২০২৪ ১৪:৫৪

এই জাদুর শহরে থাকে কিছু জাদুর মানুষও।
তারা রাবার ব্যান্ড নিয়ে কটকটে দুপুরে
প্রেমিকাকে ম্যাজিক দেখায়।
ছায়ার মাঝে লুকিয়ে থাকা অবয়বে
প্রবল ভালবাসা দেখায়।
তারা হেঁড়ে গলায় গান গায়,
আবার ফিসফিসিয়ে কষ্ট লুকায়।
তারা বুকের কাছে টেনে নিয়ে ভীষণ একা করে দেয়,
কিন্তু চলে যাবার সময় হলে
নিজেরাই দুমড়ে মুচড়ে যায়!
এই আজব শহরে থাকে কিছু অদ্ভুত মানুষও।
তাদের ভোরবেলার আলাপ
সকালে গড়ায় প্রেমে
দুপুরে হয় প্রমত্ত পদ্মার অভিমান,
বিকেল গড়াতে না গড়াতে নোনা স্বাদে মুখ ভরে
কচকচ করে ফের ভালবাসা খায়!
সন্ধ্যার হাতছানিতে নীড়ে ফেরার তাড়া
তাদের ঘরবিমুখ করে, প্রেমমুখী করে।
রাতের আঁধার গভীর হতে শুরু করলে
আবার শুরু থেকে শুরু হয় তাদের সবকিছু।
এই রুক্ষ শহরের থাকে কিছু মায়ার মানুষও।
তারা মায়া দিয়ে আসক্ত করে নির্মোহ সন্ন্যাসীকে।
মায়ার জালে আটকে গিয়ে
আমার মতো কিছু মানুষের আর
জিপসি হওয়া হয় না।
এ শহর ছেড়ে নিরুদ্দেশের পথে
আর যাত্রা করা হয় না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা জাদুর শহর নুসরাত জাহান চ্যাম্প বৈশাখী আয়োজন ১৪৩১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর