আমি পৃথিবী বলছি
১৩ এপ্রিল ২০২৪ ১৫:০৪
তোমায় সুযোগ দিয়েছি বারংবার
কেবল প্রেমিকা হয়ে নয়
আগলে রেখেছি মায়ের মত
ভালবেসে তোমার শত আব্দার
মেনেছি বোনের মত
তোমায় সুযোগ দিয়েছি বারবার
আমার চোখের জলে ভিজেছ তুমি
তবু এতটুকু থামেনি তোমার অত্যাচার
তোমায় সুযোগ দিয়েছি বারংবার
তবু তুমি চলেছ তোমার মতই বরাবর…
ফুল, পাখি, গাছ
সবাইকে করেছ আতংকিত
দোর্দণ্ড প্রতাপে চলেছ মাথা উঁচু করে
সব ব্যাপারে থেকেছ নির্বিকার…
ভেবেছ নিজেকে ক্ষমতাবান
দেখিয়েছ তোমার অহংকার
ভেবেছ কি একবারও?
আমারও সইবার শেষ আছে
ঘুরে দাঁড়াতে জানি আমিও…
আজ ফুল, পাখিরা মুক্ত
আজ আমি স্বাধীন
কেবল তুমিই বন্দী নিজের শৃঙ্খলে
হে মানব সম্প্রদায়…
এখনও বৃষ্টি ভেজায় মাটিকে
এখনও ফুল অবারিত সুগন্ধ ছড়ায়
কেবল তুমিই গৃহবন্দী আজ
হে মানব সম্প্রদায়…
এখনও সময় হয়নি শেষ,
শেষের পরও যেমন থাকে অবশেষ
তেমন করেই বাঁচো এবং বাঁচাও।
হ্যাঁ, আমি পৃথিবী বলছি,
নিজেকে শোধরাও, হাতে রাখো হাত
এগিয়ে চলো কাঁধে মিলিয়ে কাঁধ
হে মানব সম্প্রদায়,
আমায় একবার ভালবেসে দেখো
অফুরন্ত সম্ভার সাজিয়ে রেখেছি
শুধু তোমার জন্য
হ্যাঁ, আমি পৃথিবী বলছি
আমায় একবার ভালবেসে হও নিঃস্ব
তুমি, কেবল তুমিই ভালবেসে
ফুল, পাখি সবাইকে সাথে নিয়ে
আগলে রাখতে পারো সমগ্র বিশ্ব।
সারাবাংলা/এসবিডিই
আমি পৃথিবী বলছি ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা কাজী তামান্না বৈশাখী আয়োজন ১৪৩১