Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুটি কবিতা


১৩ এপ্রিল ২০২৪ ১৫:১৩

হে বৈশাখ

ভরিয়ে দাও ছড়িয়ে দাও,
আনন্দের বার্তা সবার মাঝে।
মুছে দাও সকল গ্লানি,
যতো দুঃখ বেদনা জরা ধুয়ে দাও।
উড়ে যাক সকল কালো অন্ধকার
আলোকিত হোক এ ধরনী আলোর বন্যায়।
হে বৈশাখ তুমি এসো সমুদ্রের ঝর্ণা হয়ে,
তুমি এসো কল্পনার কল্পলোকে।
স্বপ্নের বর্ণীল আলোর ঝলকানিতে,
এসো হে বৈশাখ এসো এসো
সকলের তরে আনন্দের বার্তা নিয়ে।

 

তোমার আগমনে

হে বৈশাখ, তোমার আগমন নির্ঝরিত আকাশে
ফুলের শীতল বাতাসে ভরা মেলা-মাস,
চোখে চোখে স্বপ্ন গড়া ফুলের পাকা ফাঁদে
সময়ের হাওয়া নিয়ে যাব তোমায় নিবেদন।

হে বৈশাখ, তোমার আবির্ভাব সূর্যদের উৎসব
ফুলের শুভরঙের ফুল ফোটানো প্রকৃতির প্রবণ,
দিনের উজ্জ্বল প্রভাতে বাতাসের গানের সুর
জীবনের রঙ নিয়ে আসবে তোমার সাজ-সাজে।

হে বৈশাখ, তোমার দিন হল নববর্ষের সন্ধ্যা
প্রেমভরা হৃদয় স্নেহবিন্দুর সুখে হেসে,
সকল মনের অভিশাপ ও দুঃখ হোক শেষ
সুখ ও সান্ত্বনা নিয়ে সবাই উল্লাসিত হেসে।

হে বৈশাখ, তোমার পাখি গান গায় পৃথিবীতে
আবির্ভাবের সুখ নিয়ে সবার হৃদয় ফুলে ফুটে,
সময়ের অভ্যুদয়ে সকল অভিজ্ঞতা সেদিন মুছে
তোমার আগমনে সবাই হবে নির্মল ও নবীন রূপ।

সারাবাংলা/এসবিডিই

অমিত বণিক ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা দুটি কবিতা বৈশাখী আয়োজন ১৪৩১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর