Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধরে রাখি প্রিয়সব মানুষের হাত


১৩ এপ্রিল ২০২৪ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুধান দুলে যায় বাতাসের সাথে,
দূর থেকে- সবুজের সামিয়ানা মাতে।
সবুজের সীমা মেশে আকাশের নীলে,
ভেসে ভেসে সাদা মেঘ উকি মারে ঝিলে।
ঝিলটার পাশে থাকে তালগাছ-সারি,
সেইসব গাছে পাখি-দর্জির বাড়ি।
আরো আছে মাছরাঙা, সাদাবক, টুনি..,
কুনো ব্যাঙ করে ধ্যান চোখবোঁজা মুনি।
কানাকানি করে চলে ঝিঁঝিপোকা রাতে,
প্রজাপতি উড়ে এসে বসে কারো হাতে।
বাতাসের হাত ধরে উড়ে আসে পাতা,
বৃষ্টিতে ঘাসগুলো নুইয়ে রাখে মাথা।
লোকালয় থেকে-থেকে কলরব করে,
সুখ থাক এদেশের পরিবার-ঘরে।
ঈদ আসে পূজো আসে ওঠে বাঁকা চাঁদ,
ধরে রাখি প্রিয়সব মানুষের হাত।

সারাবাংলা/এসবিডিই

আমির খসরু সেলিম ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা ধরে রাখি প্রিয়সব মানুষের হাত বৈশাখী আয়োজন ১৪৩১

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর