Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাপ


১৩ এপ্রিল ২০২৪ ১৫:২৫

এক.

তরবারির সবটুকু কী খাপ জানে?
পোশাক কী আর সব মানুষের মাপ জানে?

দুই.

জিডিপির অংক দেখে বুক কাঁপে?
হৃদয় দেখে কেউ কী এখন সুখ মাপে?

তিন.

পরিচয়হীন হলেও মাটির সাড়ে তিনহাত মাপ!
ইহকালকে ভয়ে রাখে পরকালের সাপ…

চার.

মনে রাখার সূত্র কোনো পথের জন্য নয়
পথিক তবু পথের কাছেই জমায় পায়ের ছাপ..
কোন দর্জি নিচ্ছে এখন ভালোবাসার মাপ?

পাঁচ.

দর্জি তোমার মাপ জানলে দুর্নাম কী রটে?
মিছিল করি একলা আমি প্রেমের ধর্মঘটে!

ছয়.

আজ অবধি শেষ জানে না কোথায় শেষের ধাপ
পাঁজর খুলে কেউ দেখে না এই হৃদয়ের মাপ!

সারাবাংলা/এসবিডিই

আহসান কবির ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা বৈশাখী আয়োজন ১৪৩১ মাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর