Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফন্দি


১৩ এপ্রিল ২০২৪ ১৫:৫২

বদ্ধ ঘরে থাকলে পরেও আমার একটা আকাশ আছে
বারান্দাতে জানলা দিয়ে হাত বাড়ালেই পাই সে কাছে!

ওই যে দূরে একটু আকাশ আমার কাছে আসতে চেয়ে
আর আসে না দূরেই থাকে দালানকোঠার বাধা পেয়ে

আকাশজুড়ে মেঘ উড়ে যায় মুচকি হাসে আমায় দেখে
যাও পালিয়ে এ ঘর ছেড়ে, জোরসে বলে ডেকে ডেকে

ঘরের ভেতর ক্যামনে থাকো একা একা উদাস মনে
পাখির দেশে ফুলের দেশে, যাও হারিয়ে দূরের বনে

আমার কিছু ভাল্লাগে না, ঘরের ভেতর কেউ থাকে না
বইয়ের পড়ায় মন বসে না, খেলতে আমায় কেউ ডাকে না

ডাকবে কে আর, বন্ধুরা কী খেলতে গেছে দূরের মাঠে
ওরাও ঠিকই আমার মতো বন্দি কেবল হাজার পাঠে

তিনটা রুমের বাড়ি আমার মাঠ আছে এক বারান্দাতে
এই মাঠে কী বল খেলা যায়, গল্প করি গাছের সাথে

একপাশে দুই পাথরকুঁচি, অন্যপাশে গোলাপ হাসে
এদের সাথে সময় কাটে; দুই চোখে আর স্বপ্ন ভাসে

পালিয়ে যাব হারিয়ে যাব দূরের বনে খেলব খেলা
ফুলের সাথে পাখির সাথে গল্প করে কাটবে বেলা।

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা তানজিল রিমন ফন্দি বৈশাখী আয়োজন ১৪৩১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর