রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। এর পর কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এরই মধ্যে অনেকের হতাহতের খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা অারও বাড়তে পারে।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাবহ পরিস্থিতির কারণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠান স্থগিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এক বার্তায় এ তথ্য জানান।
শেফায়েত হোসেন জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের তারিখ ফের নির্ধারণ করা হবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই।
মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বতী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক চিঠিতে শোক জানাানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে।
চীনা দূতাবাস জানায়, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই একটি শোকবার্তা পাঠান। চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি মর্মাহত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আমি নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, শোকাহত পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার চীন ও ফ্রান্সের দূতাবাস। মঙ্গলবার (২২ জুলাই) পৃথক বার্তায় তাদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।
বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার চীনা দূতাবাস এক শোকবার্তায় উল্লেখ করেছে, ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত। দূতাবাস নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
এদিকে ঢাকার ফ্রান্স দূতাবাস এক শোকবার্তায় বলেছে, ২১ জুলাই ঢাকায় একটি স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
ঢাকা: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের তথ্য গোপনের দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।
এতে বলা হয়েছে, এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়। এ মর্মান্তিক ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।’
বিবৃতিতে বলা হয়, ‘আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে।’
এর পাশাপাশি, এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে প্রেস উইং।
ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২২জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
তিনি বলেন, সারারাত হাসপাতালগুলোতে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে তাদের সেবা দিয়ে যাচ্ছেন। এরপরও এই ঘটনায় বেশ কিছু প্রাণ ঝরে গেছে। এ মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৭৮ জন। এদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪২, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৮ ও ঢাকা মেডিকেলে তিনজন ভর্তি।
ডা. সায়েদুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হয়েছে। সিএমএইচ এ সব মিলিয়ে ১৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেলে ১ জন, ইউনাইটেডে ১ জনসহ সব মিলিয়ে ২৭ জন মারা গেছেন। এছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ রয়েছে। তবে সেটি পূর্ণাঙ্গ মরদেহ নাকি অন্য কোন লাশের অংশ সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। একজন শিক্ষিকা এবং একজন পাইলট।
তিনি বলেন, ২৭ টি লাশের মধ্যে ২০টি লাশ হস্তান্তর করা হয়েছে। এখনো ৬টি লাশ এবং উত্তরা আধুনিক হাসপাতালে থাকা দেহাবশেষ এখনো শনাক্ত হয়নি। এগুলো ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, এই আহত ৭৮ জন রোগীর কেস সামারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেগুলো পর্যালোচনা করছেন। যদি তারা মনে করেন, এখান থেকে কাউকে পাঠানো প্রয়োজন, তাহলে সে ব্যবস্থা নেয়া হবে।
এর বাইরে আপাতত হাসপাতালগুলোতে খুব বেশি রক্তের প্রয়োজন নেই। এজন্য হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করেন তিনি।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এবি শামীম (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট পাঁচজন মারা গেল।
এদিন রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘শামীমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে আইসিইউতে ভর্তি ছিল।’