Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment
svgImgলাইভ - ডাকসু নির্বাচন ২০২৫

বেগম সুফিয়া কামাল হলে এগিয়ে শিবির

১৯৯০ সালের পর ২৮ বছর পার করে ২০১৯ সালে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখান থেকে পার হয়েছে আরও ছয় বছর। আর এই ছয় বছর পর ফের ডাকসুতে ভোটযুদ্ধ শুরু। নির্বাচনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন সারাবাংলার লাইভ পাতায়…

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৯
সারসংক্ষেপ
  • বেগম সুফিয়া কামাল হলে এগিয়ে শিবির
  • ডাকসুর অফিশিয়াল ফলাফল প্রকাশ হবে সিনেট ভবনের সামনে থেকে
  • ঢাবিতে বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
  • ২ ভোটকেন্দ্রে গণনায় বিঘ্ন
  • ডাকসুতে ভোট পড়েছে ৭৮ শতাংশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৪
বেগম সুফিয়া কামাল হলে এগিয়ে শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনা শেষে সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে। তবে সুফিয়া কামাল হলে (ভূতত্ত্ব কেন্দ্রে) ভিপি পদের ফলাফলে এগিয়ে রয়েছে শিবির প্যানেল।

শিবিরের সাদিক পেয়েছেন- ১২৭০ ভোট,  আবিদ-৪২৩ ভোট , উমামা-৫৪৭ ভোট, শামিম-৪৮৫ ভোট এবং কাদের পেয়েছেন ৫৫ ভোট।

 

১০ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৯
ডাকসুর অফিশিয়াল ফলাফল প্রকাশ হবে সিনেট ভবনের সামনে থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। ডাকসুর অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হবে ঢাবির সিনেট ভবনের সামনে থেকে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন শিক্ষার্থীদের ধৈর্য ধরে ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।

৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০
ঢাবিতে বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫
২ ভোটকেন্দ্রে গণনায় বিঘ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুইটি কেন্দ্রে ভোট গণনায় বিঘ্ন তৈরি হয়েছে। প্রার্থীদের বাধায় ভোট গণনা স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ৫টার দিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় লোকবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢুকে পড়েন। তার কেন্দ্রে উপস্থিত হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভোট গণনা বন্ধ থাকা কেন্দ্র দুইটি হলো- টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

এদিকে টিএসসি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক প্রার্থী হাসিবুল ইসলামকে প্রবেশপথে দাঁড়িয়ে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। ফলে টিএসসি কেন্দ্রেও ভোট গণনা শুরু করা যায়নি।

এ সময় তারা ‘ভোট চোর, প্রশাসন ভোট চোর’ ইত্যাদি স্লোগান দেন।

আবিদুল ইসলাম খান জানান, সাদিক কায়েম ভোট গণনা দেখছে কেন্দ্রে কেন্দ্রে। অথচ তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা বৈষম্য করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেলে নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে কারচুপির অভিযোগ এনেছেন ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আমরা যে নির্বাচন আশা করেছিলাম, এই নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে। নিরাপত্তা পাশের নামে ক্যাম্পাসে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ঠাঁই দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে দিনভর নানা অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ‘ভোট গণনায় ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করা হবে।’

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৫
ডাকসুতে ভোট পড়েছে ৭৮ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ছবি: সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ছবি: সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ে ৮টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী এ তথ্য জানান।

এদিন সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার ভোটারের মধ্যে ডাকসুতে ভোট দেন ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোটার। এই মুহূর্তে চলছে ভোট গণনা। যদিও এরই মধ্যে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ছাত্রশিবিরের পক্ষে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে।

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬
ভোট কারচুপির অভিযোগ ছাত্রদলের আবিদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

নির্বাচনে কারচুপির কারণে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের আবিদুল। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

1 2
বিজ্ঞাপন