Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের


২৪ জুন ২০২৫ ০৪:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরান স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানায়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

আল-জাজিরার খবরে বলা হয়, হামলা চালানোর পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, এই হামলা কাতার বা তার জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না।

জবাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর