Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ

ঢাবি করেস্পন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৮:২৪ | আপডেট: ১০ মে ২০২৫ ২০:২০

বিকেল গড়াতেই হাজার হাজার জনতার অংশগ্রহণে ‘গণজমায়েত’ শুরু হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়েছে।

শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে সকালে ‘শাহবাগ ব্লকেট’ কর্মসূচিতে জনসংখ্যা কিছুটা কম থাকলেও বিকেল গড়াতেই হাজার হাজার জনতার অংশগ্রহণে ‘গণজমায়েত’ শুরু হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আহ্বানে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-জনতা।

এ সময় তাদের ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ফাঁসি চাই শেখ হাসিনার’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

এ সময় মঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশিবির, আপ বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ছাত্রশিবিরের দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ অনেকেই আন্দোলনরতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

গণজমায়েতে মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘২০২৫ সালের মে মাসে আমাদের রাজপথে নামতে হতো না, যদি আমরা হাসিনা পতনের পরে চুপ্পু সাহেবের জায়গাটা নাড়ায়ে দিতাম। যদি ৫ আগস্টের পরে বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তবে এমন দিন দেখতে হতো না। আমাদের রাজপথে নামতে হচ্ছে কারণ ছাত্র উপদেষ্টাসহ দু’একজন উপদেষ্টা বাদে কেউই জুলাইয়ের চেতনা ধারণ করে না। উপদেষ্টা পরিষদের অনেককেই হয়তো শেখ হাসিনা টিকে গেলে তাদের জেলেও যেতে হতো না। শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণহত্যার দায়ে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমপি

অবরোধ কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জনসমুদ্র শাহবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর