ঢাকা: টানা বৃষ্টির কারণে বাজারে সব ধরণের সবজির দাম বেড়েছে। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা। আর কাঁচামরিচের দাম এখন আকাশচুম্বী। বাজারে বেড়েছে মুরগির দামও।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কারওয়ানবাজার, শেওড়াপাড়া, বিজয়সরণীর কলমিলতা ও মহাখালীর বউবাজার ঘুর এমন চিত্র পাওয়া গেছে।

পেঁয়াজের দাম কিছুটা বেশী। ছবি: সারাবাংলা
বাজার ঘুরে দেখা গেছে, সব ধরণের সবজির দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে।বর্তমানে প্রতিকেজি টমেটো ৯০ থেকে ১২০ টাকা, বেগুন ৯০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, পটোল ৭০ টাকা, ঝিঙে ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, সজনেডাটা ১২০ থেকে ১৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাঁচকলা ৩০ থেকে ৪০ টাকা হালি, বরবটি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বর্তমানে কাঁচামরিচ ২৮০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে বাজারে স্থিতিশীল রয়েছে আলু, মসলা,মাছ ও মাংসের দাম। দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা, দেশি আদা ১৩০ থেকে ১৫০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আমদানি করা রসুন ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগীর বাজার। ছবি: সারাবাংলা
এদিকে, ব্রয়লার মুরগি বাজারে এখন বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা কেজিতে। গত সপ্তাহে সেটি ছিল ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২৮০ টাকা। আর ডিমের ডজন ১২৫ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি ও খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।