ঢাকা: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, রোগী চিকিৎসা নিতে এসে নিরাপত্তাহীনতায় ভুগবে, আর আমরা ক্লাস করতে এসে আতঙ্কে থাকব- এটা হতে পারে না। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে শাটডাউন চলবে।
এ সময় শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানান। দাবিগুলো-
- বহিরাগতদের হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে প্রবেশ বন্ধ করা।
- হাসপাতালসংলগ্ন ফুটপাতের দোকান উচ্ছেদ করা
- আনসার সদস্যদের উপস্থিতি বাড়ানো এবং তাদেরকে আরও সক্রিয় করা
- সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে, গত ৯ জুলাই মিটফোর্ডের ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতোমধ্যে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।