Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ জনকে নাগরিক পদক দিবে ডিএনসিসি, রাজনীতি করলে অযোগ্যতা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৪:০০

রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: ছয় ক্যাটাগরিতে ৩০ জনকে নাগরিক পদক, ২০২৫ দিবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চলতি মাস থেকে আগস্ট জুড়ে আবেদন করা যাবে। তবে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকলে তাকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ১২টায় রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, চলতি মাস থেকে ডিএনসিসির অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। আর এই পদক ডিসেম্বর মাসে তুলে দেওয়া হবে। আবেদনপত্রে অবশ্যই প্রকল্পের বিস্ফারিত বিবরণ, কাজের প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও জমা দিতে হবে। জুরি বোর্ড চূড়ান্ত বাছাই করে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন। জুরি বোর্ডে সাধারণত থাকেন নগর পরিকল্পনাবিদ, সমাজসেবক, শিক্ষা বিশেষজ্ঞ, মিডিয়া প্রতিনিধি থাকবে। মোট ৩০ জনকে এই পদক দেওয়া হবে।

বিজ্ঞাপন

পদকের উদ্দেশ্যের বিষয়ে মোহাম্মদ এজাজ বলেন, ‘নাগরিক পদক হলো ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক গৃহীত একটি মর্যাদাপূর্ণ সম্মাননা, যা বিশেষ করে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনসমূহকে দেওয়া হয়। এই পদক কেবল সম্মাননা নয়, এটি একটি অনুপ্রেরণা যার মাধ্যমে ডিএনসিসি নগরের দায়িত্বশীল নাগরিকত্বের সংস্কৃতি গড়ে তুলতে চায়। নাগরিক পদক সমাজের প্রত্যেক সদস্যকে তাদের নিজ নিজ অবস্থান থেকে শহরের উন্নয়নে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে।’

পদকের অযোগ্যতার বিষয়ে তিনি বলেন, ‘সক্রিয় রাজনীতিক বা নির্বাচিত জনপ্রতিনিধি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং যারা আগের তিন বছরের মধ্যে এই পদক পেয়েছেন তারা পুনরায় এই পদক পাবেন না।’

৬ ক্যাটাগরিতে হলো –

ব্যক্তি উদ্যোগ: নিজ উদ্যোগে গাছ লাগানো, রাস্তা-ঘাট পরিষ্কার রাখা, অসহায় ও ক্ষতিগ্রস্ত প্রাণী রক্ষায় কাজ করা ইত্যাদি।

সামাজিক সংগঠন: খাল উদ্ধার, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জলাবদ্ধতা নিরসন, জনসচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন চালানো।

শিক্ষা প্রতিষ্ঠান: পরিবেশবান্ধব শিক্ষাকর্মসূচি, রিসাইক্লিং প্রকল্প, সবুজ ক্যাম্পাস গঠন, পরিবেশ ক্লাবের কার্যক্রম।

ক্ষুদ্র ব্যবসা: পরিবেশ বান্ধব পণ্য তৈরি ও প্যাকেজিং, টেকসই ও সামাজিক সমস্যা সমাধানে অবদান রাখা উদ্যোগ।

মিডিয়া বা কনটেন্ট নির্মাতা: সচেতনতা বৃদ্ধির জন্য তথ্যভিত্তিক ভিডিও, প্রতিবেদন, আর্টিকেল এবং ইতিবাচক প্রচারমূলক কাজ।

উদ্ভাবক বা স্টার্টআপ: স্মার্ট সিটি সলিউশন, পরিবেশ সুরক্ষা বা নাগরিক প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী উদ্যোগ।

সারাবাংলা/এমএইচ/এমপি

ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন নাগরিক পদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর