Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে গুলিতে আহত সেই রিকশাচালক মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ০৯:১২

মরদেহ: প্রতীকী ছবি

ঢাকা: গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি (৩২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রমজান পেশায় একজন রিকশা চালক।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

হাসপাতালে নিহতের ভাই হিরা মুন্সি জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান পেশায় রিকশা চালক। গত ১৬ জুলাই সকালে রিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যান। সেখনে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন রমজান। পরে আহত অবস্থায় তাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৬ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান তিনি।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

গোপলগঞ্জ নিহত মরদেহ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর