ঢাকা: রাজধানীর ডেমরায় নির্মানাধীন ভবনে চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে অজ্ঞাত (২৫) বছরের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ডেমরা শাপলা চত্বর একটি নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে ডেমড়া থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ডেমড়া থানার উপ পরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে সংবাদ পাই ডেমড়া শাপলা চত্বর এলাকায় এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে। পরে সেখানে গিয়ে ওই যুবককে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই যুবক একটি নির্মানাধীন ভবনে চুরি করতে গিয়েছিল। তখন জনগণ গনধোলাই দেয়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।