ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মাহাতাব উদ্দিন ভূঁইয়া (১৩) নামের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২জন মারা গেল।
মাহাতাবের মামা আঞ্জুম সিফাত জানান, মাহাতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনীতে পড়তো। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ উদ্দিন ভূঁইয়া। বর্তমানে উত্তরা ১৩নম্বর সেক্টরের ১০নম্বর রোডে এলাকায় থাকেতেন। এক ভাই এক বোনের মধ্যে মাহাতাব ছিল ছোট।
তিনি আরও জানান, ঘটনার দিন সকালে মাহাতাবের মা লিপি বেগম ছেলেকে স্কুলে দিয়ে যায়। এরপর দুপুরে বড় বোন নাবিলার কাছে একটি ফোন আসে স্কুলে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বার্ন ইনস্টিটিউটে এসে মাহাতাবকে দগ্ধ অবস্থায় দেখতে পায়।