Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি: এবার চলে গেল ১০ বছরের আইমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১০:৩৮ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১০:৫১

মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে অগ্নিদগ্ধ ১০ বছরের আইমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে তাকে মৃত ঘোষণা করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল।

এদিকে, আইমানকে নিয়ে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ৫১ জন ভর্তি আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে আরও জানিয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে ৪১ জন ও মৃত্যু ১৪ জনের, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮ জন ও মৃত্যু ১৫ জনের, শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ জন, ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে ১ জন, লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছে ১ জন, আর ইউনাইটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই যুদ্ধ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি

অগ্নিদগ্ধ বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর