Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজি ও চালে অস্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৪:২৮

চাল ও সবজি বাজার।

ঢাকা: দাম কমলেও এখনও চড়া সবজির বাজার। বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও সেভাবে কমেনি। প্রতিকেজির দাম পড়ছে ২০০ টাকার ওপরে। ডিম ও মুরগির বাজারও কিছু চড়া। অস্বস্তি রয়েছে চালের বাজারেও।

সবজির বাজার। ছবি: সারাবাংলা

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ানবাজার, মহাখালী ও বিজয়সরণির কলমিলতা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, সবজির মৌসুম শেষ, সরবরাহ কম, বৃষ্টি এমন সব অজুহাতে রাজধানীর সব খুচরা বাজারে সবজির দাম বাড়তি। সবজির দাম এখন ৬০ থেকে ৮০ টাকার ঘরে। এর নিচে শুধু মিলছে ৪০ টাকা কেজি দরে পেঁপে এবং ৩০ টাকা কেজি দরে আলু। বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ৯০ টাকা থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, উস্তা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুমুখী ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বনানী কাঁচাবাজার। ছবি: সারাবাংলা

এর বাইরে গাজর ৮০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ধন্দুল ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায় ও টমেটো প্রতি কেজি ১৬০ টাকায়। আর সম্প্রতি ৩০০ টাকায় উঠা কাঁচামরিচ এখন ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷
এদিকে, সপ্তাহখানেক আগে বড় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

ব্রয়লার মুরগীর বাজার। ছবি: সারাবাংলা

বাজার ঘুরে দেখা গেছে, ডিম ও মুরগির মধ্যে এখন মুরগির দাম কিছুটা বেড়েছে। বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭৫ টাকায়। প্রতি ডজন ডিম বেশিরভাগ খুচরা বিক্রেতারাই ১২০ টাকা দরে বিক্রি করছেন। তবে পাড়া-মহল্লার মুদি দোকানে কিছু বিক্রেতা অবশ্য ১২৫ থেকে ১৩০ টাকায়ও বিক্রি করছেন।

এছাড়া মাস দেড়েক হলো চালের দাম বেড়েছে। মোটা চালের দামই এখন ৬০ টাকার বেশি। মাঝারি মানের এক ধরনের কিছু মিনিকেট ও নাজির রয়েছে, যেটা শুধু ৬৫ থেকে ৭০ টাকায় পাওয়া যায়। এছাড়া বাকি সব চালের দাম সাধারণত ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/ এমপি

চাল মাছ সবজি সাপ্তাহিক বাজারদর

বিজ্ঞাপন

এক ইনিংসে রুটের যত রেকর্ড
২৬ জুলাই ২০২৫ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর