ঢাকা: বৃষ্টির মধ্যে টানা ৫ ঘণ্টা যাবৎ শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলমান রয়েছে।
অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর ফলে মেট্রোরেলে চাপ পড়েছে যাত্রীদের চাপ। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে পায়ে হেঁটে।
জুলাই সনদ না দেওয়া পর্যন্ত এ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে-সহ’ নানা স্লোগান দেন।
যাত্রা পথে চাকরিজীবী জোবায়ের হোসেন ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘প্রতিদিনই সড়ক অবরোধ হয়।কখনো বা সনাবেশ হয় রাস্তা বন্ধ করে। এত ভোগান্তি পোহাতে আর ভাল লাগে না। আমাদের মতো সাধারণ চাকরিজীবীরা অনেক কষ্ট করে সহ্য করছি এসব।‘
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর সকালে বলেন, ‘অবরোধের ফলে শাহবাগ মোড় হয়ে চারপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে, আশেপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।’