Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের গুলিতে আহত কর্মচারী নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১১:৪৬

চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাবেক নেতা জামাল হোসেন (৪০)।

ঢাকা: রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে দুর্বৃত্তের গুলিতে আহত চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাবেক নেতা জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয় তার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান গত ১ আগষ্ট গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন গতরাতে মারা যান তিনি। ঘটনাটিতে বনানী থানায় মামলা হয়েছে। বনানী থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।

এরআগে ১ আগস্ট রাত সোয়া ৮টার দিকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সমিতি অফিসের সামনে তাকে গুলি করে। আহত অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞাপন

ঘটনার দিন জামাল হোসেনের ভাই জসিম উদ্দিন জানান, জামাল হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। থাকেন বক্ষব্যধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে। ওই রাতে চতুর্থ শ্রেণির অফিসের সামনে মাস্ক পরিহিত দুজন ব্যক্তি জামালের মাথায় গুলি করে পালিয়ে যায়।

তিনি জানান, সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। জামাল আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে প্রচার প্রচারণা করছিলেন। তবে তাকে কিছু লোক নির্বাচন না করতে ফোনে হুমকি ধামকি দিচ্ছিল। ধারণা করা হয় নির্বাচনকে কেন্দ্র করে তারাই জামালকে গুলি করেছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতাল মৃত্যু

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর