Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৮:৩৬

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

বুধবার (৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে আবাসিক হোটেল আর ইসলামের চার তলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যাই। পরে ওই আবাসিক হোটেল আর ইসলামের চরতলার ৪১০ নম্বর একটি কক্ষের বিছানা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে সে সময় কক্ষের দরজা খোলা ছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মৃত আলমগীরের বাড়ি শরিয়তপুর জেলার পালং উপজেলার চব্বিশরশি গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ খান। এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। গত ৩ আগষ্ট ওই ব্যক্তি চিকিৎসার জন্য হোটেলে উঠেন। গতরাত সাড়ে ৩টার দিকে হোটেল ম্যানেজারের কাছে গ্যাসের ট্যাবলেট ক্রয় করে আনতে বলেন। পরে ম্যানেজার বাইরে থেকে ওষুধ এনে দেন। ভোর পৌনে ৪টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় মারা যান। ধারনা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এমপি

আবাসিক হোটেল মরদেহ মৃত্যু

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর