ঢাকা: রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস থাকবে না এসব এলাকায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন সরানোর জন্য এই সাময়িক বিপত্তি।
গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার পানি নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায়। এই কাজের অংশ হিসেবেই মৃধাবাড়ী থেকে নামা শ্যামপুর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশে গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
যে এলাকাগুলোতে গ্যাস থাকবে না সেগুলো হলো, জুরাইন, ধোলাইরপাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী।
এছাড়া, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে সতর্ক করেছে তিতাস। তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে।