Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১০:৪১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৪:০০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া (১৫) নামের এক শিক্ষার্থী মারা গেছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সেখানেই সকালে সে মারা গেছে।

মৃত তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত তাসনিয়া।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত এই ঘটনায় ২০ জন মারা গেল। ভর্তি রয়েছেন ২২ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এখন পর্যন্ত ১৪ জন।

সারাবাংলা/এসএসআর/এমপি

মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যু শিক্ষার্থী

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে স্কয়ার
২৩ আগস্ট ২০২৫ ১৩:০৮

আরো

সম্পর্কিত খবর