Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার গঠিত নিরীক্ষা কমিটি প্রত্যাখ্যান, ৫ দাবি ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৯:২৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২১:৫২

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ।

ঢাকা: তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের গঠিত নিরীক্ষা কমিটি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ এ কথা জানান। এ সময় আরও দুটি দাবি যুক্ত করে পাঁচ দাবি ঘোষণা করা হয়।

জুবায়ের আহমেদ বলেন, ‘প্রজ্ঞাপনের মাধ্যমে ইতোমধ্যে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। ওই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে উত্থাপিত তিন দফা দাবিকে দ্রুত সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। এছাড়া হামলায় আহত সব শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। উপদেষ্টা ফাওজুল করিম খান, আদিলুর রহমান ও সৈয়দা রেজোয়ানা হাসানকে আজকে এসে এ নিশ্চয়তা প্রদান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ দিয়ে এ আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না। সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যেসব পুলিশ এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত তাদেরও বহিষ্কার করতে হবে।

এর আগে, সরকার ৮ সদস্যের একটি দাবি পর্যালোচনা কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক শাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে সভাপতির দায়িত্ব দেওয়া হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের হাতে।

সারাবাংলা/এমএইচ/এমপি

অন্তর্বর্তী সরকার প্রকৌশল শিক্ষার্থী প্রত্যাখান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর