Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৪:০০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৭:১৬

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ প্রাথমিক শিক্ষকদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।

শনিবার (৩০ আগস্ট) মহাসমাবেশে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এই ঘোষণা দেন।

তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. প্রধান শিক্ষকের শূন্য পদ শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ।
৩. ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।

শামছুদ্দীন মাসুদ বলেন, “মহাসমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। এর মধ্যে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবি এম ফজলুল করিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।”

বিজ্ঞাপন

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “যদি আজকের সমাবেশ থেকে দাবি পূরণ না হয়, তবে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”

এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে যোগ দেন।

সারাবাংলা/কেকে/এমপি

আন্দোলন দাবি প্রাথমিক সহকারী শিক্ষক