Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্মীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৮:১১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৯:৩২

মরদেহ। প্রতীকী

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় মারিয়া আক্তার (১২) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, তিনি ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় থাকেন। মারিয়া তাদের বাসায় তিন মাস ধরে কাজ করছিল। দুপুরে বাজারে যাওয়ার সময় মারিয়াকে বাসায় রেখে যান। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে দরজায় নক করলে কোনো সাড়া না পান। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখেন, মারিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। সেখান থেকে নামিয়ে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না।

বিজ্ঞাপন

এদিকে মারিয়ার নানী জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার খালশা গ্রামে। বাবার নাম মাসুদ ইসলাম। তারা রায়েরবাজার এলাকায় থাকেন। দুপুরে গৃহকর্ত্রীর মাধ্যমে জানতে পারেন মারিয়া গলায় ফাঁসি দিয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ঢামেকে এসে মরদেহ দেখতে পান। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও তারা জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি থেকে গৃহকর্মীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গলায় দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

অস্বাভাবিক মৃত্যু গৃহকর্মী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর