Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁচপুরে গ্যাস লিকেজে আগুন, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০

জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন শিশুসহ একই পরিবারের পাঁচজন। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বেসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকেন তারা। সকালে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভান এবং পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর