ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হানিফ (২২) ও সুজন (২৩)। আহতরা হলেন- শরিফ (২২) ও ফয়সাল (২৩)। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ বলেন, ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে একই হাউজিংয়ের ১১ নম্বর সড়কে অনুরূপ একটি ঘটনা ঘটে। সেখানে গণপিটুনিতে আরও একজন নিহত ও একজন আহত হন।
তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গত সোমবার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয় মো. ইয়ামিন (২৩) নামের একজন নিহত হন। ওই ঘটনায় মো. ফাহিম (২২) নামের আরেকজন গুরুতর আহত হন।