ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার ৪১০ টাকা মালিকের কাছে ফেরত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আশিকুর রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগে সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর স্যানিটারি দোকানের সামনে দায়িত্ব পালনকালে এসআই আশিক একটি টাকার বান্ডিল দেখতে পান। গণনা করে সেখানে ৫০ হাজার ৪১০ টাকা পাওয়া যায়। উপস্থিত পথচারী ও দোকানিদের অবহিত করে টাকা জব্দ করার পর মালিকের সন্ধান করতে থাকেন তিনি।
পরে কাউসার আহমেদ (৩৭) থানায় এসে জানান, তিনি ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এ যাওয়ার পথে অর্থটি হারিয়ে ফেলেন। টাকার পরিমাণ ও গঠনের সঠিক বিবরণ দেওয়ায় যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে অর্থ ফিরিয়ে দেওয়া হয়।
উপস্থিত সাধারণ মানুষ এসআই আশিকুর রহমানের সততা ও দায়িত্বশীলতায় মুগ্ধ হন।