ঢাকা: দাবি মেনে নেওয়ার আশ্বাসে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। ফলে সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ অবরোধ তুলে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ জন্য আমরা আজকের মত আমাদের অবরোধ কর্মসূচি তুলে নিয়েছি। কিন্তু যদি এটা বাস্তবায়ন করা না হয় তাহলে আবারো আমরা রাজপথে নামতে বাধ্য হবো।
তারা বলেন, আমাদের যে প্রকাশ্যে হুমকি দিয়েছে এজন্য তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এর দায় স্বীকার করে তাদের ক্ষমা চাইতে হবে। এছাড়া, ডিপ্লোমা সেক্টরকে আরও সমৃদ্ধ করতে হবে সরকারকে। বুয়েট কুয়েট এর শিক্ষার্থীদের কোটি কোটি টাকা খরচ করে পরিয়ে শিকার তাদের থেকে কি পেয়েছে? কারিগরি শিক্ষার্থীরাই বাংলাদেশ গড়ার হাতিয়ার।
এ বিষয়ে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি। তারা রাজপথ ছেড়ে দিয়েছে। যান চলাচলও স্বাভাবিক হয়েছে। আশা করছি তাদের দাবি মেনে নেওয়া হবে।’
এদিকে অবরোধের শুরুতে ছয় দফা দাবি জানানো হলেও পরবর্তীতে সেটি চার দফায় নামিয়ে আনা হয়েছে। আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে–
- প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
- বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা দাবির’ পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
- কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
- ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।