ঢাকা: রাজধানীর তুরাগ দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলো ষষ্ঠ শ্রেণির ছাত্র নিলয় (১৩) ও পঞ্চম শ্রেণির ছাত্রী রুপি বড়ুয়া (১০)। দুই মাস পর তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরল।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এর মধ্যে নিলয়ের ২৫ শতাংশ ও রুপি বড়ুয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এই দুইজন সেরে উঠেছে। এজন্য আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
ডা. শাওন আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে। বর্তমানে ৮ শিক্ষার্থী ভর্তি রয়েছে, যাদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন।