Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ: আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৯

ফায়ার ফাইটার নুরুল হুদা।

ঢাকা: গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরুল হুদা (৪০)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান। এর আগে মঙ্গলবার মারা যান আরেক ফায়ার ফাইটার শামীম হোসেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হুদার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে দগ্ধ ফায়ার ফাইটার খন্দোকার জান্নাতুল নাঈম এইচডিইউতে চিকিৎসাধীন আছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

মৃত নুরুল হুদার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। বাবা আব্দুল মনসুর। স্ত্রী-সন্তান নিয়ে টঙ্গীতে বসবাস করতেন তিনি। ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে চার ফায়ার ফাইটারসহ আরও কয়েকজন দগ্ধ হন।

সারাবাংলা/এসএসআর/এমপি

আগুন কেমিক্যাল গোডাউন গাজীপুর ফায়ার ফাইটার মৃত্যু

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর