ঢাকা: রাজধানীর মিরপুর রুপনগরে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতরা হলেন সুরুজ (৩০), আল মামুন (৩২) এবং সোহেল (৩২)। সুরুজের শরীরের প্রায় ২ শতাংশ পুড়ে গেছে, এবং অন্য দুইজনের ধোয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডা. শাওন জানান, আহতদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে, তবে কিছু সময় পর তাদের ছাড়া হবে।