ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় আগুনে পুড়ে যাওয়া কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নেভানো সম্ভব হয়নি। গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে শিয়ালবাড়ী এলাকায় কেমিক্যাল গোডাউনের থেকে এ ধোঁয়া বের হওয়ার দৃশ্য দেখা গেছে।
এদিকে, গোডাউন থেকে বের হওয়া কেমিক্যালের ধোঁয়ার প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আশপাশের বাতাস কেমিক্যালের ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে। কেমিক্যাল গোডাউনের পাশে অবস্থিত রাইজিং ফ্যাশন নামের আর একটি গার্মেন্টসের কর্মীরা সকালে কর্মক্ষেত্রে এসে অসুস্থ হয়ে পড়েছেন। দুর্ঘটনার সময় কেমিক্যাল গ্যাসে পুরো গার্মেন্টস ভরে যায়। কাউকে কাউকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনেক দাজ্য পদার্থ থাকায় বেগ পেতে হচ্ছে। এখানে ৭ ধরনের কেমিক্যাল ছিল। এ জন্য এখনো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।’
এর আগে, গতকাল মঙ্গলবার সকালে এই কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টির বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।
এখন পর্যন্ত আগুনে পোড়া ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে তাদের দেহ ছাই হয়ে গেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।