Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ড
শুধু বিষাক্ত গ্যাসে নয়, ১৬ জনের মৃত্যু আগুনে পুড়েও

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৪:১২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৩৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

 

ঢাকা: রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মৃত্যু শুধু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েও হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, ‘গতকাল রাতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ হাসপাতালে আনা হয়। আমাদের সহকারী পরিচালক ও কয়েকজন ওয়ার্ড মাস্টার মরদেহগুলো গ্রহণ করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মৃত্যু আগুনে পুড়ে হয়েছে— শুধু বিষাক্ত গ্যাসে নয়।’

তিনি আরও জানান, ‘রাত থেকে এখন পর্যন্ত অনেক স্বজন হাসপাতালে ভিড় করছেন। এ পর্যন্ত ১০ জন মরদেহের দাবিদার পাওয়া গেছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর পরিচয় নিশ্চিত হলে মরদেহ হস্তান্তর করা হবে। জেলা প্রশাসন ও থানা পুলিশ এ বিষয়ে কাজ করছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর