ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ‘হ্যাজমেট টিম’।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে চার সদস্যের এ টিম।
ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’ একটি বিশেষায়িত ইউনিট, যারা কেমিক্যাল বা বিপজ্জনক পদার্থজনিত আগুনের ঘটনায় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
এর আগে, মঙ্গলবার সকালে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভবনে রাসায়নিক মজুদ থাকায় এবং ঘন ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে তাদের দেহ সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।