Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের শহিদ মিনারে অবস্থান শিক্ষকদের, দাবি না মানলে কাল ‘লং মার্চ টু যমুনা’

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:৫১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:২৭

দাবি আদায়ে শহিদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। ছবি: সারাবাংলা

ঢাকা: আজকের মধ্যে দাবি না মানা হলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ তুলে নেওয়ার সময় এই কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘‘আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব। প্রশাসনকে বলব—আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।’’

বিজ্ঞাপন

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘আগামীকাল দাখিল পরীক্ষা রয়েছে। আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

এর আগে দুপুরে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর বিকেলে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহিদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা।

সারাবাংলা/কেকে/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর